বাঙালির পুজোকে আরও রঙিন করতে এক ঝাঁক মনকাড়া ছবির ভিড়। পাঁচ-পাঁচটি ব্লকবাস্টার ছবি উপহার পেতে চলেছে বাংলার দর্শক। তাঁর মধ্য অন্যতম ও অনন্য রাজ চক্রবর্তী পরিচালিত “অভিমান”। এরই মধ্যে শুরু হয়েগেছে ছবিটির শুটিং। মুক্তি পেয়েছে ফার্স্ট লুক-ও। প্রকাশ্যে আসার সাথে সাথেই সবার মন কেড়েছে ছবিটির ফার্স্ট লুক।
মিস্টি এক প্রেমের কাহিনী ফুটে উঠেছে ছবিটির প্রেক্ষাপটে, তবে হাস্যরসের বিশেষ এক সন্ধান পাওয়া যাবে ছবিটির মধ্যে। ছবির নাম যেহেতু “অভিমান” তাই দেখা মিলবে কিছু অভিমানী শুটিং সিকুয়েন্স এর। দেখা যাবে বেশ কিছু নজরকাড়া লোকেশন। সেই সব লোকেশন এর খোজেই “অভিমান” টিম এবার ইতালি-তে। বেশ কয়েকদিন ধরে ছবির শুটিং হবে সেখানে। সঙ্গে রয়েছেন শুভশ্রী এবং সায়ন্তিকা-ও। সবাই যখন এক সাথে তখন এন্টারটেইনমেন্ট এর ভরপুর ফায়দা পাবেন সিনেমা প্রেমীরা। শুটিং হবে ইতালির বিশেষ কিছু জায়গা জুড়ে।
ছবিটির মধ্যে রয়েছে এক অনন্য সাসপেন্স এর ছোঁয়া। তাই সম্পূর্ণ “অভিমান” এর মধ্যে উন্মাদনা ধরা ছোয়ার বাইরে। এমনকি পরিচালক রাজ চক্রবর্তী-ও অধিক উৎসাহি ইতালিতে ছবির শুটিং নিয়ে। উন্মাদনার বসে ইতালির এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথেই টুইটারে শেয়ার করলেন সেখানকার বিশেষ কিছু মুহুর্ত। কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে ছবিটির ট্রেইলার। বিশিষ্ট মহলের মতে বিশেষ এক গল্পের ছোঁয়া পাওয়া যাবে ছবিটির ট্রেইলারে।।
মিস্টি এক প্রেমের কাহিনী ফুটে উঠেছে ছবিটির প্রেক্ষাপটে, তবে হাস্যরসের বিশেষ এক সন্ধান পাওয়া যাবে ছবিটির মধ্যে। ছবির নাম যেহেতু “অভিমান” তাই দেখা মিলবে কিছু অভিমানী শুটিং সিকুয়েন্স এর। দেখা যাবে বেশ কিছু নজরকাড়া লোকেশন। সেই সব লোকেশন এর খোজেই “অভিমান” টিম এবার ইতালি-তে। বেশ কয়েকদিন ধরে ছবির শুটিং হবে সেখানে। সঙ্গে রয়েছেন শুভশ্রী এবং সায়ন্তিকা-ও। সবাই যখন এক সাথে তখন এন্টারটেইনমেন্ট এর ভরপুর ফায়দা পাবেন সিনেমা প্রেমীরা। শুটিং হবে ইতালির বিশেষ কিছু জায়গা জুড়ে।
ছবিটির মধ্যে রয়েছে এক অনন্য সাসপেন্স এর ছোঁয়া। তাই সম্পূর্ণ “অভিমান” এর মধ্যে উন্মাদনা ধরা ছোয়ার বাইরে। এমনকি পরিচালক রাজ চক্রবর্তী-ও অধিক উৎসাহি ইতালিতে ছবির শুটিং নিয়ে। উন্মাদনার বসে ইতালির এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথেই টুইটারে শেয়ার করলেন সেখানকার বিশেষ কিছু মুহুর্ত। কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে ছবিটির ট্রেইলার। বিশিষ্ট মহলের মতে বিশেষ এক গল্পের ছোঁয়া পাওয়া যাবে ছবিটির ট্রেইলারে।।
No comments:
Post a Comment