Ad

Thursday, September 29, 2016

জিতদা কি বলল ei somoy এর interview তে?? পড়ে নিন এই link এ ক্লিক করে।।

       ছটা ছবি বড়াবাড়ি
অন্য সময় : পুজোয় ‘অভিমান ’ মুক্তি পাচ্ছে ৬ অক্টোবর৷ বাকি পাঁচটা ছবির মুক্তি ৭ অক্টোবর৷ তা হলে ৬ তারিখ ব্যবসা আপনার একার৷ বুদ্ধিটা কার মাথায় এল ?জিত্ : (নায়কের মুখ জ্বলজ্বল করে উঠল ) ৬ তারিখ যে ছুটি থাকবে , সেটা ঘোষণা করার প্ল্যান সরকারের মাথায় এল৷ সেখান থেকে লাভ নেওয়ার প্ল্যানটা আমাদের মাথায় এল !অন্য সময় : এবার পুজোয় কোন ছবি কত সংখ্যক সিনেমাহলে মুক্তি পাচ্ছে , তার ওপর নির্ভর করবে বক্সঅফিসে এক নম্বর হওয়ার লক্ষ্যে সেই ছবি কতটা এগিয়ে৷ ‘অভিমান ’ কত হলে মুক্তি পাচ্ছে ?জিত্ : কে কত নম্বর , এই ভাবনায় বিশ্বাসী নই ! তবে ছবি কত সিনেমাহলে আসবে , সেটা লেখা প্রেস -এ যাওয়ার আগে আইডিয়া দিই ? (এই লেখা ছাপতে যাওয়ার সময় পর্যন্ত জিতের আন্দাজ , ‘অভিমান ’ মুক্তি পাবে ১৫০ প্লাস সিনেমাহলে ) অন্য সময় : ছবিটা ঘোষণার সময় পরিচালক প্রমিস করেছিলেন এই ছবিতে জিত্ মারপিট করবেন কম , র্যোমান্স করবেন বেশি ! ছবির ট্রেলার কিন্ত্ত বলছে ‘বন্দুক ’ হাতে তুললেন জিত্ ...জিত্ : দেখুন তা হলে ...সাংবাদিকের মাথাতেও এসব প্রশ্ন আসছে তো ? (হাসি ) ‘অভিমান ’-এ বিনোদনের সব উপাদান মজুত , যার আত্মা হল ফ্যামিলি বন্ডিং৷ আজকাল তো আমরা সম্পর্কগুলোকে ব্যাকসিটে রেখে দিচ্ছি , আমাদের অভিমান , ইগো ফ্রন্টসিট নিয়ে নিচ্ছে ...এই ছবির বার্তা হল , এমন ইগোর লড়াই -এ শুধুমাত্র হারাই আমরা ...অন্য সময় : ‘অভিমান ’ ছবির শ্যুটিং ফ্লোরে পরিচালক রাজ চক্রবর্তী আছেন৷ আবার নায়ক জিত্ আছেন৷ দুই সুন্দরী নায়িকা কার দিকে ঝুঁকে থাকতেন ?জিত্ : যেখানে রাজ আছে , আমার মনে হয় , সেখানে জিত্ থাকুক আর যেই থাকুক , নায়িকারা রাজের সঙ্গেই থাকে !অন্য সময় : সত্যি এরকমটা হয় ? জিত্ : ইয়া ...রাজ ইজ ভেরি গুড উইথ গার্লস ! (হেসে ফেললেন )অন্য সময় : রাজ পারদর্শী ! আপনি নন ?জিত্ : না৷ আই অ্যাম অলসো ! (একটু থেমে ) এটা বরং আপনি নায়িকাদের জিজ্ঞেস করুন৷ (এরপর আপনমনে বলে উঠলেন --- নিজেকে নিজে স্কোর দিয়ে লাভ নেই !) আপনি আমার জীবনের মহিলাদের -ও এ প্রসঙ্গে জিজ্ঞেস করতে পারেন৷ আমার মা , স্ত্রী , মেয়ে , ভাইঝিদের !অন্য সময় : না৷ প্রশ্ন করতে হলে আপনার সেই ফিমেল ফ্যানদের করতে চাই , য াঁরা জিতের কোনও পরিবার আছে বলে বিশ্বাস করে না ! যাঁরা বড় পর্দার নায়ক জিতকে নিয়ে অনেক দূর ভেবে ফেলেছে ...জিত্ : বিগ বিগ হাগ টু দেম !অন্য সময় : একের পর এক বাণিজ্যিক ছবিতে কাজ করছেন৷ ধাক্কা খান এখনও শ্যুটিং ফ্লোরে ? অ্যাকশন দৃশ্য বা অন্য কিছুতে ? নাকি সবকিছু জলভাত ? জিত্ : ছবিতে ইনট্রোডাকশন অ্যাকশন যেটা , ব্যক্তিগতভাবে মনে হয় , স্কেলিং আর মাউন্টিং -এর দিক থেকে বাংলা ছবিতে নতুন৷ তবে এই ছবিতে সেই অ্যাকশন দৃশ্যের থেকেও কঠিন ছিল অন্য একটি দৃশ্য৷ পাঁচ -ছ’দিন ভেবেছি সেই দৃশ্য নিয়ে৷ ছ’ পাতার সংলাপ৷ সেখানে কেউ কথা বলছে না৷ আমি একা ইমোশনালি কথা বলছি৷ মাথার মধ্যে প্রচণ্ড চাপ হচ্ছিল৷ শ্যুটিংয়ের পর একদিন লেগেছিল সেটা থেকে বেরিয়ে আসতে !পুজোয় যে ক ’টা ছবি মুক্তি পাবে ,সে সম্বন্ধে এটাই জিতের মতামত৷ আর কী বললেন তিনি ? ভাস্বতী ঘোষ প্রশ্ন করে

আমি তো কমপিট করি
অন্য সময় : জিতের ফ্যানরা এমন দৃশ্য দেখে হাততালি দিতে পারেন৷ কিন্ত্ত অনেকের মতে আজকাল জিতের ছবিতে জিত্ ছাড়া কিছু নেই৷ যেমন এই ছবিতেই ‘শুরু অভিযান ’ গানে জিত্ হেঁটে আসছেন৷ সেটাই আকর্ষণ৷ নার্সিসিজমের সেরা উদাহরণ নয় কি এটা ?জিত্ : এরকম নার্সিসিজম কোনও পরিচালক বা দর্শক মেনে নেবেন না৷ তাই যা হবে , গল্পের প্রয়োজনে হবে ! অন্য সময় : এ বছর জিতের সব ছবি তেমন !জিত্ : আমার ওপর এরকম দায়িত্ব এলে আই ফিল ব্লেসড৷ হয়তো শেষ দু’-তিনটে ছবি এরকম ! কিন্ত্ত ‘রয়্যাল বেঙ্গল টাইগার ’ করেছি , যে ছবিতে আবিরের চরিত্র প্রধান !অন্য সময় : জিতের বিরুদ্ধে আর কোন অভিযোগ আছে বলে আপনার মনে হয় ?জিত্ : আগের বছর আমার একটাই ছবি মুক্তি পেয়েছিল৷ যে কোনও কারণেই হোক , যেটা করতে চাইছিলাম , সেটা করে উঠতে পারছিলাম না৷ তখন ইন্ডাস্ট্রির নানা স্তর থেকে অভিযোগ পাচ্ছিলাম৷ এগজিবিটাররা বলছিলেন , আমি বছরে একটা ছবি করলে অনেকের পক্ষে সারভাইভ করা মুশকিল হয় ! তাই এ বছর যে তিনটে ছবি করতে পারলাম , সেটাই ভালোলাগার জায়গা৷ অন্য সময় : টলিউডে একটা কথা প্রচলিত আছে --- নায়কদের মধ্যে জিত্ খাঁটি ব্যবসায়ী৷ পুজোর প্রধান ছ’টা ছবি মিলিয়ে ২০ কোটির কাছাকাছি বিনিয়োগ মাপতে পারছি৷ এই বিনিয়োগের সিদ্ধান্ত কি সঠিক ? জিত্ : দু’ ভাবে দেখতে পারি বিষয়টাকে৷ এটা ঠিক যে উত্সবের মরশুমে দর্শক টিকিট কাটার জন্য অপেক্ষাকৃত বেশি টাকা খরচ করেন৷ কিন্ত্ত পাশাপাশি এটা দেখা জরুরি যে মার্কেট সাইজ কত৷ আমার মনে হয় নন -ফেস্টিভ্যাল সময়ে একই দিনে দু’টো বাংলা ছবি ভালোভাবে মুক্তি পেতে পারে৷ ফেস্টিভ্যাল সময়ে তিনটে থেকে চারটে ছবি , জঁর -এর ওপর নির্ভর করে৷ ছ’টা ছবি ---ব্যক্তিগতভাবে মনে হয় এটা বাড়াবাড়ি ! অন্য সময় : অর্থাত্ ছ’টা ছবি মানে একজন অন্যজনের ব্যবসায় ভাগ বসাবেই ?জিত্ : হ্যাঁ৷ সকলের ব্যবসা কিছুটা করে ডাইল্যুটেড হবে ! এমনিতে বাংলা ইন্ডাস্ট্রি শেষ এক -দু’ বছর কিছুটা হলেও কম গ্রো করছে অন্য ইন্ডাস্ট্রির তুলনায়৷ আমি কিন্ত্ত এর আগে টলিউডের কিছু প্রযোজকের সঙ্গে আলোচনা করেছি , যে এক -একজন এক -একসময় ছবি রিলিজ করি , সকলে একসঙ্গে না এসে৷ কেউ রাজি হয়নি ! তবে এটা মনে হচ্ছে পুজোর সময় বাংলা ছবির ব্যবসা বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে৷যাচ্ছে৷
অন্য সময় : অন্যদিকে বাংলাদেশের বাঙালিরা তো আপনার শেষ মুক্তি ‘বাদশা দ্য ডন ’ নিয়ে সাংঘাতিক মাতামাতি করছেন বলে খবর !জিত্ : একটা প্রথম সারির দৈনিকে পড়েছিলাম এরকম খবর৷ তারপর এগজিবিটারদের সঙ্গে কথা বললাম এটা নিয়ে৷ ওঁদের মতে শেষ ২৮ বছরে বাংলাদেশে এরকম ব্যবসা করেনি কোনও ইন্দো -বাংলা ছবি ! অন্য সময় : আপনার এই ছবির সঙ্গে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট -এর নাম জড়িয়ে৷ বাংলায় কিছু ছবি করার পর এই প্রযোজনা সংস্থা হতাশ হয়ে পড়েছিলেন বলে টলিউডে খবর৷ বাংলা ছবিতে বিনিয়োগ বন্ধ ছিল কিছুদিনের জন্য ...জিত্ : ওঁদের নিশ্চয়ই আমাদের সঙ্গে কাজ করার বিষয়ে একটা ভালোলাগা রয়েছে৷ মে বি দে আর ডিসঅ্যাপোয়েন্টেড উইথ রেস্ট অফ দ্য থিংস ! তাছাড়া ওদেরও ম্যানেজমেন্টে কিছু বদল হচ্ছিল৷ আমার মনে হয় , কেউ আমার ওপর বিনিয়োগ করলে , দিনের শেষে সে যেন লাভ করতে পারে৷ হয়তো সবসময় টাকার বিচারে নয় , সুনামের বিচারে ...অন্য সময় : এবার পুজোয় শহরের অনেক দেওয়ালে প্রসেনজিত্ - জিত্ -দেব তিন সুপারস্টার পাশাপাশি৷ আপনি বাকি দু’জনের ছবির ট্রেলার /গান দেখলেন ?জিত্ : সব দেখছি৷ ভালো লাগছে৷ দেওয়ালগুলো ভাইব্র্যান্ট লাগছে (হাসি )! অন্য সময় : অন্য দু’ জনের সঙ্গে এই পুজোয় আপনার প্রতিযোগিতা হচ্ছে তা হলে ?জিত্ :আমি তো কেবল আমার আগের কাজের সঙ্গে কমপিট করি !অন্য সময় : যশ দাশগুন্তকে কেমন লাগল ? ‘গ্যাংস্টার ’ ছবির গান /ট্রেলার দেখলেন ?জিত্ : যশকে দেখতে ভালো লাগছে ! গান , ট্রেলার ব্রাইট লাগল৷ (অন্য প্রশ্ন শুরু করার মুখে ) ওম -এরও ছবি আছে ‘প্রেম কি বুঝিনি ’৷ হি ইজ অলসো গুড ট্যালেন্ট !অন্য সময় : আপনি তো নিজের ছবির প্রিমিয়ারে যান না আজকাল৷ ছবির মুক্তির পর প্রোমোশন করাতেও বিশ্বাসী নন !জিত্ : আরে কে বলেছে আমি প্রোমোশনে বিশ্বাসী নই ? তবে ছবি মুক্তি পাওয়ার পর যদি দর্শকের ভালো লাগে , তা হলে তাঁরা ছবিটাকে ভালোবাসবেন৷ যদি না ভালোবাসেন , ছুঁড়ে ফেলবেন ! শুধু প্রোমোশন ছবিকে টেনে দাঁড় করাতে পারে না ...অন্য সময় : পুজোয় বেড়াতে যাচ্ছেন ? জিত্ : হ্যাঁ৷ ১০-১১ মাস ধরে আমার একটা বেড়াতে যাওয়া পাওনা আছে৷ একটানা কাজ করে যাচ্ছিলাম৷ কারণ এই বছর তিনটে ছবি করার চেষ্টা করছিলাম ! অন্য সময় : এই যে পুজোর মরশুমে , টলিউডে বিভিন্ন ব্যক্তিত্বের মধ্যে ঝগড়া -অশান্তি , আপনি নিজেকে এসবের থেকে সরিয়ে রাখেন কী করে ? জিত্ : ইওর ওয়ার্ক শুড স্পিক লাউডার দ্যান ইওর ওয়ার্ডস ! যদি ওই স্পেসটায় পৌঁছনো যায় , যে কোনও মানুষই শান্ত হয়ে যাবেন৷ যারা ঝগড়া -অশান্তি করে , তারা নিশ্চয়ই মজা পায়৷ আমি এটা উপভোগ করি না !অন্য সময় : আপনার ছবিকে ঠেস দিয়ে কেউ কথা বললেও আপনি চুপ ! এমনটাও তো হতে পারত , আপনিও মুখ খুললেন ? জিত্ : মন আর শরীরের ওপর কনট্রোল রাখা তো দরকার৷ কাজই কথা বলুক না ! যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে , ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন , দর্শক তো কানেক্ট করেন স্ক্রিন ইমেজের সঙ্গে৷ সেই কানেক্ট যতক্ষণ আছে , প্রফেশনালি আমি খুশি৷ রোজ সকালে উঠে পজিটিভ কিছু ভাবি৷ হাসি দিয়ে দিন শুরু করি৷ ঘুমোতে যাওয়ার আগে এটা এনশিওর করি , যেন হেসে ঘুমোতে যাই৷ কাজটা জীবনের একটা অংশ৷ জীবন তো নয় !অন্য সময় : ট্যুইটার নিয়ে বোর হননি ? জিত্ : না তো ! ফ্যানেদের সকলের লেখা পড়ি৷ কখনও -কখনও হয়তো মিস হয়ে যায় !অন্য সময় : ট্যুইটারে কেউ সমালোচনা করলে ?জিত্ : কেউ করে নাকি ? অন্য সময় : সমালোচনা করলে রি -অ্যাকশন ?জিত্ : সমালোচনা যদি পজিটিভ হয় ভুল শুধরে নিতে পারি৷ তবে ফাঁকা আওয়াজ হলে ইগনোর করি ! (হাসি ) একের পাতার পরএবার পুজোয় যে কটা ছবি , তাতে মনে হয় , সকলের ব্যবসা কিছুটা করে ডাইল্যুটেড হবে !আমি তো কমপিট করি আগের কাজের সঙ্গে‘অভিমান ’ ছবির দৃশ্য৷
সমগ্র interview টি Ei Somoy থেকে নেওয়া হয়েছে।।

দেখে নিন অভিমানের মিউজিক লঞ্চের exclusive কিছু ছবি।










Monday, September 19, 2016

এই পুজোতে রাজ-জিৎ এর গিফট উপভোগ করবেন আপনারা বেশ বোঝা যাচ্ছে !!

অভিমান এর শুভ মুহরতের পরেই সবাই মুখিয়ে ছিল কি হতে চলেছে রাজ আর জিৎ এর জুটির স্পেশাল ধামাকা, সেটা দেখার জন্য! অবশেষে মহালয়ার ১৭ দিন আগে গিফট টা দিয়েই দিলেন ট্রেলার লঞ্চ করে! প্রায় ৫ বছর বাদে এই জুটি সিনেমা করল এবং ২৪ ঘণ্টার মধ্যে ১ লক্ষ ভিউতে ঢুকে যাবে সে বেশ বোঝা যাচ্ছে! অনেকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন এবং প্রথম দিনই হলের সামনে ধর্না দেবেন সেরকম ইঙ্গিতও বেশ জোরালো। আবার তারপাশেই বয়ে যাচ্ছে অন্য আলোচনার ঝড়, আবার “কপি” কিছু নিন্দুক তো আগ বাড়িয়ে বলে দিচ্ছেন জিৎ মানেই সাউথ ইন্ডিয়া রিমেক! কিন্তু এটাও ঠিক বাংলায় অনেকেই মানুষই চান এই ধরনের কমপ্যাক্ট কমার্শিয়াল সিনেমা তাই যতই কথা উঠুক কপি করা নিয়ে হলে গিয়ে মানুষ কিন্তু দেখেন তো সে দিক থেকে বেশ সাফল্য পেতে পারে এই পুজো ধামাকা! আপনারা দেখুন ট্রেলারটি এবং জানান আপনি কি ভাবছেন এই পুজোতে “অভিমান” আপনাকে কতোটা ভাবাবে??
লেখা সৌজন্যে-gulgal.com

অনেকেই অভিমানের স্টিকার অনলাইনে অটোমেটিক নিজের প্রোফাইল পিকচারের উপর লাগাতে পারছ না,তাদের জন্য স্টিকারের একটি PNG ফাইল আপলোড করা হল।। তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে তোমারা এখান থেকে স্টিকারটি ডাউনলোড করে কোনো একটি photo editor অ্যাপসের মাধ্যমে স্টিকারটি নিজের photo এর উপর লাগিয়ে FACEBOOK এর প্রোফাইল পিকচার বানান।।

এই লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করুন।। 

Monday, September 12, 2016

কিভাবে নিজের প্রফাইল পিকচারে অভিমানের স্টিকার লাগাবে?? দেখেনিন নিচের step গুলো।।

প্রথমে uc browser দিয়ে ক্লিক করুন এই লিঙ্কে https://www.isupportcause.com/campaign/abhimaan-1st-day-1st-show
১)তারপর ক্লিক করুন> Use Facebook profile picture এ (নিচের ছবির মতো করে)
 ২)তারপর দেখবেন blank স্থানে আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারটা চলে আসবে,( যদি না আসে তো back করে আবার ক্লিক করুন)
৩)তারপর অভিমানের স্টিকার লাগানো আপনার

প্রোফাইল পিকচারের নিছে ক্লিক করুন>Generate Profile Picture এ (নিচের ছবির মতো করে)
 

 ৪)তারপর ক্লিক করুন>  share on facebook এ। (নিচের ছবির মতো করে)
 ৫)তারপর ক্লিক করুন>Make profile picture এ। (নিচের ছবির মতো করে)
 ৬)তারপর ছবিটি নিজের প্রোফাইল পিকচার করার জন্য confirm করুন।(নিচের ছবির মতো করে)

After the melodious love anthem #Saiyaan we are back with #MonBechara. Breaking this 14th.

যদি তুমিও তোমার প্রোফাইল পিকচারে অভিমানের স্টিকার লাগাতে চাও তো এক্ষুনি নিচের লিঙ্কে করো।