Ad

Thursday, September 29, 2016

জিতদা কি বলল ei somoy এর interview তে?? পড়ে নিন এই link এ ক্লিক করে।।

       ছটা ছবি বড়াবাড়ি
অন্য সময় : পুজোয় ‘অভিমান ’ মুক্তি পাচ্ছে ৬ অক্টোবর৷ বাকি পাঁচটা ছবির মুক্তি ৭ অক্টোবর৷ তা হলে ৬ তারিখ ব্যবসা আপনার একার৷ বুদ্ধিটা কার মাথায় এল ?জিত্ : (নায়কের মুখ জ্বলজ্বল করে উঠল ) ৬ তারিখ যে ছুটি থাকবে , সেটা ঘোষণা করার প্ল্যান সরকারের মাথায় এল৷ সেখান থেকে লাভ নেওয়ার প্ল্যানটা আমাদের মাথায় এল !অন্য সময় : এবার পুজোয় কোন ছবি কত সংখ্যক সিনেমাহলে মুক্তি পাচ্ছে , তার ওপর নির্ভর করবে বক্সঅফিসে এক নম্বর হওয়ার লক্ষ্যে সেই ছবি কতটা এগিয়ে৷ ‘অভিমান ’ কত হলে মুক্তি পাচ্ছে ?জিত্ : কে কত নম্বর , এই ভাবনায় বিশ্বাসী নই ! তবে ছবি কত সিনেমাহলে আসবে , সেটা লেখা প্রেস -এ যাওয়ার আগে আইডিয়া দিই ? (এই লেখা ছাপতে যাওয়ার সময় পর্যন্ত জিতের আন্দাজ , ‘অভিমান ’ মুক্তি পাবে ১৫০ প্লাস সিনেমাহলে ) অন্য সময় : ছবিটা ঘোষণার সময় পরিচালক প্রমিস করেছিলেন এই ছবিতে জিত্ মারপিট করবেন কম , র্যোমান্স করবেন বেশি ! ছবির ট্রেলার কিন্ত্ত বলছে ‘বন্দুক ’ হাতে তুললেন জিত্ ...জিত্ : দেখুন তা হলে ...সাংবাদিকের মাথাতেও এসব প্রশ্ন আসছে তো ? (হাসি ) ‘অভিমান ’-এ বিনোদনের সব উপাদান মজুত , যার আত্মা হল ফ্যামিলি বন্ডিং৷ আজকাল তো আমরা সম্পর্কগুলোকে ব্যাকসিটে রেখে দিচ্ছি , আমাদের অভিমান , ইগো ফ্রন্টসিট নিয়ে নিচ্ছে ...এই ছবির বার্তা হল , এমন ইগোর লড়াই -এ শুধুমাত্র হারাই আমরা ...অন্য সময় : ‘অভিমান ’ ছবির শ্যুটিং ফ্লোরে পরিচালক রাজ চক্রবর্তী আছেন৷ আবার নায়ক জিত্ আছেন৷ দুই সুন্দরী নায়িকা কার দিকে ঝুঁকে থাকতেন ?জিত্ : যেখানে রাজ আছে , আমার মনে হয় , সেখানে জিত্ থাকুক আর যেই থাকুক , নায়িকারা রাজের সঙ্গেই থাকে !অন্য সময় : সত্যি এরকমটা হয় ? জিত্ : ইয়া ...রাজ ইজ ভেরি গুড উইথ গার্লস ! (হেসে ফেললেন )অন্য সময় : রাজ পারদর্শী ! আপনি নন ?জিত্ : না৷ আই অ্যাম অলসো ! (একটু থেমে ) এটা বরং আপনি নায়িকাদের জিজ্ঞেস করুন৷ (এরপর আপনমনে বলে উঠলেন --- নিজেকে নিজে স্কোর দিয়ে লাভ নেই !) আপনি আমার জীবনের মহিলাদের -ও এ প্রসঙ্গে জিজ্ঞেস করতে পারেন৷ আমার মা , স্ত্রী , মেয়ে , ভাইঝিদের !অন্য সময় : না৷ প্রশ্ন করতে হলে আপনার সেই ফিমেল ফ্যানদের করতে চাই , য াঁরা জিতের কোনও পরিবার আছে বলে বিশ্বাস করে না ! যাঁরা বড় পর্দার নায়ক জিতকে নিয়ে অনেক দূর ভেবে ফেলেছে ...জিত্ : বিগ বিগ হাগ টু দেম !অন্য সময় : একের পর এক বাণিজ্যিক ছবিতে কাজ করছেন৷ ধাক্কা খান এখনও শ্যুটিং ফ্লোরে ? অ্যাকশন দৃশ্য বা অন্য কিছুতে ? নাকি সবকিছু জলভাত ? জিত্ : ছবিতে ইনট্রোডাকশন অ্যাকশন যেটা , ব্যক্তিগতভাবে মনে হয় , স্কেলিং আর মাউন্টিং -এর দিক থেকে বাংলা ছবিতে নতুন৷ তবে এই ছবিতে সেই অ্যাকশন দৃশ্যের থেকেও কঠিন ছিল অন্য একটি দৃশ্য৷ পাঁচ -ছ’দিন ভেবেছি সেই দৃশ্য নিয়ে৷ ছ’ পাতার সংলাপ৷ সেখানে কেউ কথা বলছে না৷ আমি একা ইমোশনালি কথা বলছি৷ মাথার মধ্যে প্রচণ্ড চাপ হচ্ছিল৷ শ্যুটিংয়ের পর একদিন লেগেছিল সেটা থেকে বেরিয়ে আসতে !পুজোয় যে ক ’টা ছবি মুক্তি পাবে ,সে সম্বন্ধে এটাই জিতের মতামত৷ আর কী বললেন তিনি ? ভাস্বতী ঘোষ প্রশ্ন করে

আমি তো কমপিট করি
অন্য সময় : জিতের ফ্যানরা এমন দৃশ্য দেখে হাততালি দিতে পারেন৷ কিন্ত্ত অনেকের মতে আজকাল জিতের ছবিতে জিত্ ছাড়া কিছু নেই৷ যেমন এই ছবিতেই ‘শুরু অভিযান ’ গানে জিত্ হেঁটে আসছেন৷ সেটাই আকর্ষণ৷ নার্সিসিজমের সেরা উদাহরণ নয় কি এটা ?জিত্ : এরকম নার্সিসিজম কোনও পরিচালক বা দর্শক মেনে নেবেন না৷ তাই যা হবে , গল্পের প্রয়োজনে হবে ! অন্য সময় : এ বছর জিতের সব ছবি তেমন !জিত্ : আমার ওপর এরকম দায়িত্ব এলে আই ফিল ব্লেসড৷ হয়তো শেষ দু’-তিনটে ছবি এরকম ! কিন্ত্ত ‘রয়্যাল বেঙ্গল টাইগার ’ করেছি , যে ছবিতে আবিরের চরিত্র প্রধান !অন্য সময় : জিতের বিরুদ্ধে আর কোন অভিযোগ আছে বলে আপনার মনে হয় ?জিত্ : আগের বছর আমার একটাই ছবি মুক্তি পেয়েছিল৷ যে কোনও কারণেই হোক , যেটা করতে চাইছিলাম , সেটা করে উঠতে পারছিলাম না৷ তখন ইন্ডাস্ট্রির নানা স্তর থেকে অভিযোগ পাচ্ছিলাম৷ এগজিবিটাররা বলছিলেন , আমি বছরে একটা ছবি করলে অনেকের পক্ষে সারভাইভ করা মুশকিল হয় ! তাই এ বছর যে তিনটে ছবি করতে পারলাম , সেটাই ভালোলাগার জায়গা৷ অন্য সময় : টলিউডে একটা কথা প্রচলিত আছে --- নায়কদের মধ্যে জিত্ খাঁটি ব্যবসায়ী৷ পুজোর প্রধান ছ’টা ছবি মিলিয়ে ২০ কোটির কাছাকাছি বিনিয়োগ মাপতে পারছি৷ এই বিনিয়োগের সিদ্ধান্ত কি সঠিক ? জিত্ : দু’ ভাবে দেখতে পারি বিষয়টাকে৷ এটা ঠিক যে উত্সবের মরশুমে দর্শক টিকিট কাটার জন্য অপেক্ষাকৃত বেশি টাকা খরচ করেন৷ কিন্ত্ত পাশাপাশি এটা দেখা জরুরি যে মার্কেট সাইজ কত৷ আমার মনে হয় নন -ফেস্টিভ্যাল সময়ে একই দিনে দু’টো বাংলা ছবি ভালোভাবে মুক্তি পেতে পারে৷ ফেস্টিভ্যাল সময়ে তিনটে থেকে চারটে ছবি , জঁর -এর ওপর নির্ভর করে৷ ছ’টা ছবি ---ব্যক্তিগতভাবে মনে হয় এটা বাড়াবাড়ি ! অন্য সময় : অর্থাত্ ছ’টা ছবি মানে একজন অন্যজনের ব্যবসায় ভাগ বসাবেই ?জিত্ : হ্যাঁ৷ সকলের ব্যবসা কিছুটা করে ডাইল্যুটেড হবে ! এমনিতে বাংলা ইন্ডাস্ট্রি শেষ এক -দু’ বছর কিছুটা হলেও কম গ্রো করছে অন্য ইন্ডাস্ট্রির তুলনায়৷ আমি কিন্ত্ত এর আগে টলিউডের কিছু প্রযোজকের সঙ্গে আলোচনা করেছি , যে এক -একজন এক -একসময় ছবি রিলিজ করি , সকলে একসঙ্গে না এসে৷ কেউ রাজি হয়নি ! তবে এটা মনে হচ্ছে পুজোর সময় বাংলা ছবির ব্যবসা বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে৷যাচ্ছে৷
অন্য সময় : অন্যদিকে বাংলাদেশের বাঙালিরা তো আপনার শেষ মুক্তি ‘বাদশা দ্য ডন ’ নিয়ে সাংঘাতিক মাতামাতি করছেন বলে খবর !জিত্ : একটা প্রথম সারির দৈনিকে পড়েছিলাম এরকম খবর৷ তারপর এগজিবিটারদের সঙ্গে কথা বললাম এটা নিয়ে৷ ওঁদের মতে শেষ ২৮ বছরে বাংলাদেশে এরকম ব্যবসা করেনি কোনও ইন্দো -বাংলা ছবি ! অন্য সময় : আপনার এই ছবির সঙ্গে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট -এর নাম জড়িয়ে৷ বাংলায় কিছু ছবি করার পর এই প্রযোজনা সংস্থা হতাশ হয়ে পড়েছিলেন বলে টলিউডে খবর৷ বাংলা ছবিতে বিনিয়োগ বন্ধ ছিল কিছুদিনের জন্য ...জিত্ : ওঁদের নিশ্চয়ই আমাদের সঙ্গে কাজ করার বিষয়ে একটা ভালোলাগা রয়েছে৷ মে বি দে আর ডিসঅ্যাপোয়েন্টেড উইথ রেস্ট অফ দ্য থিংস ! তাছাড়া ওদেরও ম্যানেজমেন্টে কিছু বদল হচ্ছিল৷ আমার মনে হয় , কেউ আমার ওপর বিনিয়োগ করলে , দিনের শেষে সে যেন লাভ করতে পারে৷ হয়তো সবসময় টাকার বিচারে নয় , সুনামের বিচারে ...অন্য সময় : এবার পুজোয় শহরের অনেক দেওয়ালে প্রসেনজিত্ - জিত্ -দেব তিন সুপারস্টার পাশাপাশি৷ আপনি বাকি দু’জনের ছবির ট্রেলার /গান দেখলেন ?জিত্ : সব দেখছি৷ ভালো লাগছে৷ দেওয়ালগুলো ভাইব্র্যান্ট লাগছে (হাসি )! অন্য সময় : অন্য দু’ জনের সঙ্গে এই পুজোয় আপনার প্রতিযোগিতা হচ্ছে তা হলে ?জিত্ :আমি তো কেবল আমার আগের কাজের সঙ্গে কমপিট করি !অন্য সময় : যশ দাশগুন্তকে কেমন লাগল ? ‘গ্যাংস্টার ’ ছবির গান /ট্রেলার দেখলেন ?জিত্ : যশকে দেখতে ভালো লাগছে ! গান , ট্রেলার ব্রাইট লাগল৷ (অন্য প্রশ্ন শুরু করার মুখে ) ওম -এরও ছবি আছে ‘প্রেম কি বুঝিনি ’৷ হি ইজ অলসো গুড ট্যালেন্ট !অন্য সময় : আপনি তো নিজের ছবির প্রিমিয়ারে যান না আজকাল৷ ছবির মুক্তির পর প্রোমোশন করাতেও বিশ্বাসী নন !জিত্ : আরে কে বলেছে আমি প্রোমোশনে বিশ্বাসী নই ? তবে ছবি মুক্তি পাওয়ার পর যদি দর্শকের ভালো লাগে , তা হলে তাঁরা ছবিটাকে ভালোবাসবেন৷ যদি না ভালোবাসেন , ছুঁড়ে ফেলবেন ! শুধু প্রোমোশন ছবিকে টেনে দাঁড় করাতে পারে না ...অন্য সময় : পুজোয় বেড়াতে যাচ্ছেন ? জিত্ : হ্যাঁ৷ ১০-১১ মাস ধরে আমার একটা বেড়াতে যাওয়া পাওনা আছে৷ একটানা কাজ করে যাচ্ছিলাম৷ কারণ এই বছর তিনটে ছবি করার চেষ্টা করছিলাম ! অন্য সময় : এই যে পুজোর মরশুমে , টলিউডে বিভিন্ন ব্যক্তিত্বের মধ্যে ঝগড়া -অশান্তি , আপনি নিজেকে এসবের থেকে সরিয়ে রাখেন কী করে ? জিত্ : ইওর ওয়ার্ক শুড স্পিক লাউডার দ্যান ইওর ওয়ার্ডস ! যদি ওই স্পেসটায় পৌঁছনো যায় , যে কোনও মানুষই শান্ত হয়ে যাবেন৷ যারা ঝগড়া -অশান্তি করে , তারা নিশ্চয়ই মজা পায়৷ আমি এটা উপভোগ করি না !অন্য সময় : আপনার ছবিকে ঠেস দিয়ে কেউ কথা বললেও আপনি চুপ ! এমনটাও তো হতে পারত , আপনিও মুখ খুললেন ? জিত্ : মন আর শরীরের ওপর কনট্রোল রাখা তো দরকার৷ কাজই কথা বলুক না ! যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে , ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন , দর্শক তো কানেক্ট করেন স্ক্রিন ইমেজের সঙ্গে৷ সেই কানেক্ট যতক্ষণ আছে , প্রফেশনালি আমি খুশি৷ রোজ সকালে উঠে পজিটিভ কিছু ভাবি৷ হাসি দিয়ে দিন শুরু করি৷ ঘুমোতে যাওয়ার আগে এটা এনশিওর করি , যেন হেসে ঘুমোতে যাই৷ কাজটা জীবনের একটা অংশ৷ জীবন তো নয় !অন্য সময় : ট্যুইটার নিয়ে বোর হননি ? জিত্ : না তো ! ফ্যানেদের সকলের লেখা পড়ি৷ কখনও -কখনও হয়তো মিস হয়ে যায় !অন্য সময় : ট্যুইটারে কেউ সমালোচনা করলে ?জিত্ : কেউ করে নাকি ? অন্য সময় : সমালোচনা করলে রি -অ্যাকশন ?জিত্ : সমালোচনা যদি পজিটিভ হয় ভুল শুধরে নিতে পারি৷ তবে ফাঁকা আওয়াজ হলে ইগনোর করি ! (হাসি ) একের পাতার পরএবার পুজোয় যে কটা ছবি , তাতে মনে হয় , সকলের ব্যবসা কিছুটা করে ডাইল্যুটেড হবে !আমি তো কমপিট করি আগের কাজের সঙ্গে‘অভিমান ’ ছবির দৃশ্য৷
সমগ্র interview টি Ei Somoy থেকে নেওয়া হয়েছে।।

2 comments: